How to take preparation for BCS mathematics
March 5, 2016 Bcs Tips
মো: খাইরুল আলম
লেখক: Khairul’s Basic Math
#অনেকদিনের ব্যাস্ততা (বই লেখার) কাটিয়ে আজ থেকে আবার লেখা শুরু করলাম। (এখন থেকে নিয়মিত আমার লেখা পাবেন, ইনশা আল্লাহ্ )
#প্রথমেই থাকছে ৩৬ তম বিসিএস এর লিখিত পরীক্ষার গণিত নিয়ে আলোচনা। (এই লেখায় থাকছে শুধু মোটিভেশন ও সাজেশান্স )
#৩৬ তম এর লিখিত নিয়ে আলোচনা করার আগে বিসিএস এর নতুন সিলেবাসে হয়ে যাওয়া একমাত্র ৩৫ তম বিসিএস এর প্রশ্নপত্র পর্যালোচনা গরুত্বপূর্ণ:
৩৫ তম এর লিখিত গণিত প্রশ্ন নিয়ে কিছু কথা:
#সব পরীক্ষার থেকে গণিতের প্রশ্ন বেশি কঠিন হয়েছিল, যারা ৩৫তম লিখিত তে পাশ করতে পারে নি (অধিকাংশই গণিতে ফেল), তাদের একমাত্র বড় কারণ হল গণিতের দুর্বলতা।
#গণিত পরীক্ষা অনেকেরে এত বেশি খারাপ হয়েছিল যে গণিত পরীক্ষার পর আর পরীক্ষায় দিতে যায় নি। (বোঝেন অবস্থা)
# বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা ব্যতীত খুব কম সংখ্যক ছাত্র-ছাত্র আছে যারা গণিতে পাশ করেছে
(তাহলে অন্যরা কি বিসিএস পাবে না!!! অবশ্যই পাবেন< কিন্তু ভাবনার স্টাইলটা পরিবর্তন করতে হবে,)
#গণিতে খারাপ করার কারণ:
1.নতুন সিলেবাসে পরীক্ষা।
2.নতুন সিলেবাসের অর্ন্তভুক্ত অধ্যায়গুলোর মধ্যে থেকে কঠিন অংশ থেকে কঠিনভাবে প্রশ্ন আসা।
3.অনেক টপিক্স ই একেবারে নতুন যা শেখার জন্য পর্যাপ্ত সময় না পাওয়া।
4. অন্যান্য বারের মত এবারো গতানুগতিক চিন্তা করে প্রস্তুতি নেয়া।
5. গণিতকে গুরুত্বহীণ মনে করে বা ভয় পেয়ে কম কম করে পড়া।
6. আসল সমস্যা হল মানবিক + বাণিজ্য থেকে লেখাপড়া করা ছাত্র-ছাত্রীরা তো উচ্চতর গণিতের অনেক অধ্যায়ের নামই শোনে নি আর পরীক্ষায় ভালো করবে কেমনে?
#পরামর্শ :
#কি করবেন?
১. সবার শুরুতে ৩৫ তম বিসিএস এর প্রশ্নগুলো সমাধান করবেন, এবং প্রশ্নের ধরণ বোঝার চেষ্টা করবেন।
২.অধ্যায় ভিত্তিক কোনগুলো আপনি ভালো পারেন বা খুব কম সময়ে পারবেন সেগুলো নিয়ে ভেবে ভেবে পরিকল্পনা করা।
৩.যে গুলো সহজ সেগুলো আগে করে ফেলবেন। তারপর মাঝারী মানের গুলো এবং শেষে কঠিন গুলো।
৪.যাদের গণিতে অনেক সমস্যা আছে তারা শুধু বইয়ের সমাধান করে দেয়া প্রশ্নে চোখ না বুলিয়ে অথবা শুধু কোচিং এর উপর নির্ভর না করে সময় থাকতেই গুরুত্ব বুঝে করুন এবং যে অধ্যায়গুলো আপনি কম বুঝেন সেগুলো ব্যক্তিগত ভাবে কারো কাছে শিখার ব্যাবস্থা করুন।
#কি করবেন না?
1.গণিত নিয়ে অতিরিক্ত টেনশন (গতবার না জানা ও না বোঝার কারণে অনেকেই ধরা খেয়েছে, এবার তো সব বুঝে গেছেন, তাহলে অযথাই টেনশন করবেন কেন???)
2.বেশি গণিত শিখতে গিয়ে গণিতবিদ হওয়ার চেষ্টা করবেন না। কারণ ৫০ নম্বরের পরীক্ষার জন্য বেশি সময় নষ্ট না করে অন্য সহজ জায়গায় দিন। (যতটুকু দরকার ততটুকু করবেন)
3.পরীক্ষার কিছুদিন আগে তাড়াহুড়া করে গণিত শিখতে যাবেন না। (এটা সাধারণ জ্ঞানের সাম্প্রতিক প্রশ্ন নয় যে, ট্রেনের মধ্যে পড়তে পড়তে হলে যাবেন) অনেক কিছু শেখার ও বোঝার আছে। তাই আগে থেকে সময় থাকতে পকিল্পনা করতে হবে।
4.যেগুলো কঠিন সেগুলো নিয়ে আগে ভাববেন না। (তাহলে প্রথম থেকেই হতাশ হবেন), বরং যেগুলো পারেন, সেগুলো আগে ক্লিয়ার করুন, তারপর কঠিনগুলোতে হাত দিন।
#আশার কথা:—————-
যেভাবেই প্রশ্ন হোক, সিলেবাসের ভেতর থেকেই প্রশ্ন হয়েছে, কিন্তু সিলেবামের টপিক্স গুলোই অনেকে কভার করে নি। কিন্তু এবারও কি একই ভূল করবেন!!!!
#নতুন দের জন্য পরামর্শ:————
যারা ৩৭ তম বিসিএস দিবেন বা আরো পরে দিবেন, অথবা অন্য যে-কোন পাবলিক পরীক্ষা (ব্যাংক সহ) যেখানে গণিতের লিখিত প্রশ্ন আসে তাদেরকে বলছি,
এমসিকিউ এর জন্য শুধু শর্টাকার্টে অংক শিখলে লিখিত এর জন্য আবার নতুন করে অংক করা শুরু করতে হবে, কিন্তু প্রথম থেকেই বুঝে বুঝে অংক করতে থাকলে পরবর্তীতে লিখিত এর জন্য কোন চাপ মনে হবে না, বুঝে বুঝে একটু বেশি করে প্রাকটিস করলে কিছুদিনের মধ্যে এমনিতেই খুব কম সময়ে উত্তর দিতে পারবেন।
(বিস্তারিত বোঝার জন্য আমার টাইম লাইনের ”শর্টকার্ট বনাম বুঝে বুঝে অংক করা ” নোটটি পড়ে আসুন।)
#যারা গণিত শেখা নিয়ে খুবই বিরক্ত/মজা লাগে না, তাদের জন্য:
গণিত শেখার জন্য শিখবেন তা না, আসলে বিসিএসের মত গন্তব্যে পৈৗছানের জন্য এগুলো হচ্ছে এক একটা বাহন, গন্তব্যে পৌছে গেলে সব ফেলে দিলেও সমস্যা নাই। কিন্তু পৌছার আগ পর্যন্ত এটা যত তেতো – ই লাগুক.. আপনাকে খেতেই হবে, না হলে অন্য কিছুর স্বপ্ন দেখুন। ( স্বপ্ন যার বড়, তাকে তো একটু পরিশ্রম করতেই হবে, কষ্ট করার ভয়ে আমরা কি আমদের স্বপ্নের সীমাটাকে কমিয়ে আনবো!!!!)
#একই লাইনে আসল পরামর্শ: (শুধূ বিগত সালের প্রশ্ন সমাধান না করে অধ্যায় ভিত্তিক প্রথমে সহজ তারপর কঠিনগুলো শিখতে হবে)
#যারা নতুন করে আমার লিখা পড়ছেন, তারা গণিত নিয়ে আমার লেখা অনেক জনপ্রিয় এবং উপকারী নোটগুলো আমার টাইম লাইন থেকে পড়ে আসতে পারেন, অনেক নতুন আইডিয়া পাবেন। (My notes – এ আছে)
এছাড়াও youtube – এ আমার কিছু popular ভিডিও আছে, যে গুলো দেখলে অনেক বিষয় ক্লিয়ার হবে। Khairul’s Basic Math নামে খুঁজুন
#Coming next:
=====================================
বিসিএস এর লিখিত পরীক্ষার জন্য গণিতের বিভিন্ন অধ্যায় নিয়ে পরামর্শ, এবং কোথা থেকে কিভাবে শুরু করবেন. তার পার্ট বাই পার্ট পরামর্শ ।
#৩৭ তম প্রিলির জন্য সময় থাকতেই কিভাবে প্রস্তুতি নিলে গণিত + মানসিক দক্ষতায় 100% (প্রায়) নম্বর পাওয়া সম্ভব।
#বাংলাদেশ ব্যাংক + সোনালী ও কৃষি ব্যাংকের জন্য গণিত নিয়ে পরামর্শ।
=============================
#গণিত নিয়ে যে, কোন প্রশ্ন, পরামর্শ পেতে আমার লিখা পোস্টগুলোতে কমেন্ট করুন, আমি সাধ্যমত চেষ্টা করবো সহযোগীতা করতে।
“Who am I is not important, How much I can help you, is more important”
উচ্চতর গণিত নিয়ে অধিকাংশ জনের সমস্যা?? বিন্যাস+সমাবেশ+সম্ভাব্যতা + অসমতা কিছুই বুঝেন না?? আমি সবগুলো টপিক্স ক্লিয়ার করার চেষ্টা করবো, কিন্তু আগে যেগুলো সহজ এবং একটু করে পারেন, সেগুলো শিখে রাখুন আর আমার সাথেই থাকুন, এবং আমার পোস্টগুলো লাইক+কমেন্ট + শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন। আমি চেষ্টা করবো।
================
ধন্যবাদ সবাইকে।
Spread the knowledge
’যমীনে যারা আছে তাদের প্রতি সদয় হও, আসমানে যিনি আছেন তিনি তোমার প্রতি সদয় হবেন”
Courtesy: zakir’s bcs special
Thursday, March 10, 2016
How to take preparation for BCS mathematics
How to take preparation for BCS mathematics
Reviewed by Rasel.scb
on
9:20 PM
Rating: 5
How to take preparation for BCS mathematics March 5, 2016 Bcs Tips মো: খাইরুল আলম লেখক: Khairul’s Basic Math #অনেকদিনের ব্যাস্ততা (বই লে...
Next
This is the most recent post
Older PostRelated posts
Subscribe to:
Post Comments (Atom)
No comments: