নৌকা ও স্রোত সংক্রান্ত অংক ৩০ সেকেন্ডে করার টিপস - raselscb

728x90 AdSpace

Trending
Powered by Blogger.

অন্যান্য, OTHER

Loading...
Monday, December 21, 2015

নৌকা ও স্রোত সংক্রান্ত অংক ৩০ সেকেন্ডে করার টিপস

বিসিএসসহ নিয়োগ পরীক্ষায় অতি অল্প
সময়ে জটিল অংক সমাধান করতে হয়।
কিছু টেকনিক জানা থাকলে অংক
করা সহজ হয়। নির্ধারিত সময়ের মধ্যেই
ভালো পরীক্ষা দেয়া সম্ভব। আজ
আপনাদের দেখাবো অল্প সময়ে
সর্বোচ্চ ৩০ সেকেন্ডে কিভাবে
নৌকা ও শ্রমিক সংক্রান্ত অংকের
সমাধান করা যায়।
নিয়ম-১: নৌকার গতি স্রোতের অনুকূলে
ঘন্টায় ১০ কিমি. এবং স্রোতের
প্রতিকূলে ২ কিমি.। স্রোতের বেগ কত?
টেকনিক-১ :
স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে
নৌকার বেগ স্রোতের প্রতিকূলে
নৌকার বেগ) /২
= (১০ – ২)/২
= ৪ কি.মি.
নিয়ম-২: একটি নৌকা স্রোতের অনুকূলে
ঘন্টায় ৮ কি.মি. এবং স্রোতের
প্রতিকূলে ঘন্টায় ৪
কি.মি. যায়। নৌকার বেগ কত?
টেকনিক-২ নৌকার বেগ = (স্রোতের
অনুকূলে নৌকার বেগ+স্রোতের
প্রতিকূলে নৌকার বেগ)/২
= (৮ + ৪)/২
= ৬ কি.মি.
নিয়ম-৩: নৌকা ও স্রোতের বেগ ঘন্টায়
যথাক্রমে ১০ কিমি. ও ৫ কিমি.।
নদীপথে ৪৫ কিমি. পথ একবার যেয়ে
ফিরে আসতে কত সময় লাগবে?
টেকনিক-৩
স্রোতের অনুকূলে নৌকারবেগ = (১০+৫) =
১৫ কিমি.
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ =
(১০-৫) = ৫ কিমি.
মোট সময় = [(মোট দূরত্ব/অনুকূলে বেগ)
+(মোট দূরত্ব/প্রতিকূলে বেগ)] = [(৪৫/১৫) +
(৪৫/৫)] = ৩ + ৯
= ১২ ঘন্টা
নিয়ম-৪: একজন মাঝি স্রোতের অনুকূলে
২ ঘন্টায় ৫ কিমি. যায় এবং ৪ ঘন্টায়
প্রথম
অবস্থানে ফিরে আসে। তার মোট
ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত?
টেকনিক-৪
গড় গতিবেগ = (মোট দূরত্ব/মোট সময়)
= (৫+৫)/(২+৪)
= ৫/৩ মাইল
নিয়ম-৫: এক ব্যক্তি স্রোতের অনুকূলে
নৌকা বেয়ে ঘন্টায় ১০ কিমি. বেগে
চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় ৬
কিমি. বেগে স্রোতের প্রতিকূলে
চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এল।
যাতায়াতে তার গড় গতিবেগ কত?
টেকনিক-৫
গড় গতিবেগ = 2mn/(m+n)
= (২ x ১০ x ৬)/(১০+৬)
= ১৫/২ কি.মি

নৌকা ও স্রোত সংক্রান্ত অংক ৩০ সেকেন্ডে করার টিপস Reviewed by Rasel.scb on 1:09 AM Rating: 5 বিসিএসসহ নিয়োগ পরীক্ষায় অতি অল্প সময়ে জটিল অংক সমাধান করতে হয়। কিছু টেকনিক জানা থাকলে অংক করা সহজ হয়। নির্ধারিত সময়ের মধ্যেই ভালো পরীক্ষা দে...

No comments: