সামনে বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসারের পরীক্ষা-ব্যাংক জবের জন্য যেসব বই পড়া ভাল !! - raselscb

728x90 AdSpace

Trending
Powered by Blogger.

অন্যান্য, OTHER

Loading...
Monday, December 7, 2015

সামনে বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসারের পরীক্ষা-ব্যাংক জবের জন্য যেসব বই পড়া ভাল !!

সামনে বাংলাদেশ ব্যাংকের ক্যাশ
অফিসারের পরীক্ষা-ব্যাংক জবের জন্য যেসব বই
পড়া ভাল !!(re post)
১. ম্যাথের জন্য সাইফুর’স ম্যাথ বইটা ভাল,যারা
একটু এডভান্সড্ তারা Nova's math bible টাও পড়তে
পারেন।
২.বাংলা ব্যাকরণের জন্য-বাংলাভাষার
ব্যাকরণ-মুনীর চৈৗধুরী(৯ম-১০ম শ্রেণীর বোর্ড
বই)এর পাশাপাশি উচ্চমাধ্যমিক শ্রেণীর
বাংলা প্রথম পত্র বই থেকেও বিভিন্ন প্রশ্ন আসে
যেমন-কবর/সোনারতরী কবিতার একটি লাইন তুলে
দিয়ে পরের লাইনটি কি বলতে পারে। আর
বাংলার সাহিত্যকর্ম-ভাষার বিভিন্ন যুগ,
চর্যাপদ, আদি, মধ্যযুগরে সাহিত্যকর্ম ইত্যাদি পড়ার
জন্য বিসিএস এর বাংলা প্রথম পত্রের বই যেমন-
প্রফেসর সিরিজের বই/এমপিথ্রি পড়তে পারেন।
৩.ইংরেজী-synonym/antonym/Analogy/one word
substitution-এর জন্য-সাইফুর’স এর বই খারাপ না।
গ্রামারের জন্য Cliff’s এর TOEFL, Wrein & martin er
grammar বই দুটো বেশ ভাল।
৪.সাধারণ জ্ঞানের জন্য আজকের বিশ্ব/নতুন বিশ্ব/
কারেন্ট ওয়াল্ড/এ্যাফেয়ার্স প্রভৃতি পড়তে
পারেন, তবে মনে রাখবেন ব্যাংকিং,
খেলাধুলা, অর্থনীতি, বাজেট, নোবেল পুরস্কার,
বিভিন্ন দেশের ব্যাংক ও মুদ্রা প্রভৃতির উপর
বেশি গুরুত্ব দিতে হবে।
৫.কম্পিউটার অংশের জন্য তথ্য প্রযুক্তি(৯ম-১০ম
শ্রেণীর বোর্ড বই)এর সহায়তা নিতে পারেন।
তবে মনে রাখেবেন বিগত বছরের প্রশ্নগুলো ধরে
ধরে এর গভীরে(টপিক ধরে ধরে) প্রবেশ করবেন
যেমন ধরুন কোন এক পরীক্ষায় এসছে-নিচের
কোনটি ফ্রি সফটওয়্যার-আপনার কাজ হবে সবগুলো
ফ্রিসফটওয়্যারের নাম জেনে নেয়া এ ক্ষেত্রে
গুগলের সাহায্য নিতে পারেন, এর পাশাপাশি
বজারের যেকান একটা বইয়ের হেল্পও নিতে
পারেন যেমন-Easy Guide etc.
৬. বিগত বছরের প্রশ্ন পত্র সমাধানের জন্য যে কোন
গাইড(আমার মতে প্রফেসর’স সিরিজের KEY TO
BANK JOB-বইটা ভাল মনে হয়েছে।)
স্বপ্নকে সমানে রেখে এখনই প্রস্তুতি নিতে শুরু
করুন, সাফল্য আসবেই

সামনে বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসারের পরীক্ষা-ব্যাংক জবের জন্য যেসব বই পড়া ভাল !! Reviewed by Rasel.scb on 6:12 AM Rating: 5 সামনে বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসারের পরীক্ষা-ব্যাংক জবের জন্য যেসব বই পড়া ভাল !!(re post) ১. ম্যাথের জন্য সাইফুর’স ম্যাথ বইটা ভাল,যারা একট...

No comments: