সর্দি কাশির মোকাবিলায় ৫টি
ঘরোয়া পদ্ধতি
অতিরিক্ত গরম, বৃষ্টি বা ঠান্ডা। সর্দি, কাশির
মতো সমস্যা দেখা দেয় বছরের যেকোনও মরসুমেই।
যেকোনও বয়সেই সর্দি-কাশির হাত থেকে
রেহাই পেতে বেশ বেগ পেতে হয়। কেউ কেউ
ছোট সমস্যা ভেবে উপেক্ষা করেন। ডাক্তারের
কাছে ছুটে না গিয়ে বাড়িতেই কিছু টোটকার
সাহায্যে কাটিয়ে ওঠা যায় এই সমস্যা। জেনে
নিন এমনই কিছু ঘরোয়া পদ্ধতি:
দুধ ও হলুদ- এক গ্লাস গরম দুধের মধ্যে ১ চা চামচ হলুদ
গুঁড়ো মিশিয়ে খান। এই দুধ বাচ্চা থেকে বুড়ো,
যেকোনও বয়সের জন্যই উপকারী। হলুদের অ্যান্টি
ভাইরাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ সহজেই
সংক্রমণ রোধ করতে পারে।
আদা চা- সর্দি-কাশির সঙ্গে মোকাবিলা
করতে আদা অব্যর্থ। আদা কুচি করে গরম জল বা গরম
চায়ে দিয়ে পান করুন। সর্দি, কাশির সঙ্গে গলা
খুসখুস করার মতো সমস্যাও কমে যাবে।
লেবু ও মধু- আদা চায়ের মতোই অত্যন্ত উপকারী
লেবু ও মধুর মিশ্রণ। এক গ্লাস গরম জলে ২ চা চামচ
মধু ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে পান করলে
সর্দি কাশি থেকে দূরে থাকা যাবে।
তুলসি পাতা ও আদা- সর্দি কাশি দূর করতে আরও
এক অব্যর্থ জুটি তুলসি পাতা ও আদা। ১ কাপ জলে
কয়েকটা তুলসি পাতা ও আদা কুচি ফেলে
ফোটাতে থাকুন। জল ফুটে পরিমান যখন অর্ধেক
হয়ে আসবে তখন পান করুন। এই জল দিনে অন্তত ২
বার পান করতে সর্দি কাশি কমে যাবে।
রসুন- রসুনের মধ্যে থাকা প্রচুর পরিমান অ্যান্টি
অক্সিড্যান্ট সর্দি কাশির মোকাবিলা করতে
পারে। এছাড়াও রসুনের মধ্যে থাকা অ্যান্টি
ব্যাকটেরিয়া, অ্যান্টি ভাইরাল ও অ্যান্টি
ফাংগাল অ্যালিসিন সংক্রমণ রুখতে পারে। ৪-৫
কোয়া রসুন ঘিয়ে নেড়ে নিয়ে গরম থাকতে
থাকতে খেয়ে নিন। ঘিয়ে ভাজা রসুন সুপের
সঙ্গে মিশিয়েও খেলেও আরাম পাবেন।
Monday, December 7, 2015
সর্দি কাশির মোকাবিলায় ৫টি ঘরোয়া পদ্ধতি
সর্দি কাশির মোকাবিলায় ৫টি
ঘরোয়া পদ্ধতি
Reviewed by Rasel.scb
on
6:10 AM
Rating: 5
সর্দি কাশির মোকাবিলায় ৫টি ঘরোয়া পদ্ধতি অতিরিক্ত গরম, বৃষ্টি বা ঠান্ডা। সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয় বছরের যেকোনও মরসুমেই। যেকোনও বয়সেই স...
Related posts
-
ঘুম ভেঙে পানি খান
Jan 20, 2016 - 0 Read more -
১০টি শারীরিক কৌশল!
Jan 19, 2016 - 0 Read more -
মানসিক চাপ কমায় তুলসি
Jan 19, 2016 - 0 Read more -
মাথা ব্যাথা গায়েব ৩০ সেকেন্ডেই !
Jan 15, 2016 - 0 Read more -
স্বাস্থ্য নিয়ে টিপস ২
Jan 13, 2016 - 0 Read more -
স্বাস্থ্য নিয়ে টিপস
Jan 13, 2016 - 0 Read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments: