সুরা নং – ১০৮ : আল-কাউসার
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَٰﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
আরবি উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলা অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
ﺇِﻧَّﺎ ﺃَﻋْﻄَﻴْﻨَﺎﻙَ ﺍﻟْﻜَﻮْﺛَﺮَ 108.1
আরবি উচ্চারণ
১০৮.১। ইন্না য় আ’ত্বোয়াইনা-কাল্ কাওর্ছার।
বাংলা অনুবাদ
১০৮.১ নিশ্চয় আমি তোমাকে আল-কাউসার দান করেছি।
ﻓَﺼَﻞِّ ﻟِﺮَﺑِّﻚَ ﻭَﺍﻧْﺤَﺮْ 108.2
আরবি উচ্চারণ
১০৮.২। ফাছোয়াল্লি লিরব্বিকা ওয়ার্ন্হা।
বাংলা অনুবাদ
১০৮.২ অতএব তোমার রবের উদ্দেশ্যেই সালাত পড় এবং নহর কর।
ﺇِﻥَّ ﺷَﺎﻧِﺌَﻚَ ﻫُﻮَ ﺍﻟْﺄَﺑْﺘَﺮُ 108.3
আরবি উচ্চারণ
১০৮.৩। ইন্না শা য় নিয়াকা হুওয়াল্ আর্ব্তা।
বাংলা অনুবাদ
১০৮.৩ নিশ্চয় তোমার প্রতি শত্রট্টতা পোষণকারীই নিরবংশ।
No comments: