যে ১০ অভ্যাস হজমে সমস্যা করে - raselscb

728x90 AdSpace

Trending
Powered by Blogger.

অন্যান্য, OTHER

Loading...
Thursday, January 7, 2016

যে ১০ অভ্যাস হজমে সমস্যা করে


হজমের সমস্যা রোধে আঁশযুক্ত খাবার খান। ছবি : লিভ বেটার লাইফ
কোষ্ঠকাঠিন্য এবং মলত্যাগ ঠিকমতো না হওয়া হজমের সমস্যার লক্ষণ। আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের কিছু বাজে অভ্যাস রয়েছে যা হজমের সমস্যার কারণ। লাইফস্টাইল-বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে এই বাজে অভ্যাসগুলোর কথা, যা হজমে সমস্যা করে।
১. আঁশসমৃদ্ধ খাবার না খাওয়া
আঁশসমৃদ্ধ খাবার না খাওয়া এবং কম খাওয়া হজমের সমস্যার একটি বড় কারণ। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে এবং ভালো মলত্যাগের অভ্যাসের জন্য খাদ্যতালিকায় সব সময় আঁশ বা ফাইবার-সমৃদ্ধ খাবার রাখতে হবে। যেমন : বাদামি ভাত, গমের রুটি, মটরশুটি, ওটমিল, গমের পাস্তা ইত্যাদি।
২. মাঝরাতে খাওয়া
অনেকে রয়েছেন, যাঁরা অকারণেই রাতের সঠিক সময়ে খাবার না খেয়ে মাঝরাতে খান। মাঝরাতে খাবার খাওয়ার এই অভ্যাস বুক জ্বালা এবং এসিড রিফ্লাক্সের সমস্যা তৈরি করে। ঘুমের অন্তত দুই ঘণ্টা আগে রাতের খাবার শেষ করুন। আর যদি কাজের কারণে বা পড়ালেখার চাপে মাঝরাতে খাবার খেতেই হয় তবে এমন খাবার খান যেগুলো হজমে সমস্যা করে না। এ ক্ষেত্রে দুধ, দই, বাদাম, ছোট স্যান্ডুইচ ইত্যাদি খেতে পারেন।
৩. বাতাস খাওয়া
অবাক হচ্ছেন? হ্যাঁ, আমরা মাঝে মাঝে বাতাসও খাই। কীভাবে? অনেক সময় তাড়াতাড়ি খেতে গিয়ে খাবারের সঙ্গে সঙ্গে কিছু বাতাসও খেয়ে ফেলি আমরা। আর এই বিষয়টি হজমে সমস্যা করে। তাই খাবারের সময় তাড়াহুড়ো করবেন না।
৪. ভারী খাবার
ভারী খাবার কখনোই হজমের জন্য ভালো নয়। প্রতি বেলায় নির্দিষ্ট পরিমাণ খাবার এবং সহজপাচ্য খাবার হজমে ভালো রাখতে সাহায্য করে।
৫. সোডা
সোডা হজমে সমস্যা করে। এটি মলত্যাগের সমস্যা করে এবং এসিড রিফ্লাক্স ঘটায়।
৬. ড্রিংকস
বারবার সফট ড্রিংকস বা চা খাওয়া হজমে ভীষণভাবে সমস্যা করতে পারে। তাই এ অভ্যাস থাকলে এবং হজমে সমস্যা হলে দ্রুত অভ্যাস ত্যাগ করুন।
৭. চুইংগাম
চুইংগাম খেতে অনেকেই ভালোবাসে। তবে এর ফলে কিছু বাতাস আমরা খেয়ে ফেলি, যা কেবল হজমে সমস্যা নয়, গ্যাসের সমস্যাও তৈরি করে।
৮. মদ্যপান
মদ্যপান হজমে সমস্যা করে। এটি ডায়রিয়া ও আলসারের বড় কারণ হতে পারে। তাই কারো হজমে সমস্যা হলে এবং মদ্যপানের অভ্যাস থাকলে দ্রুত ত্যাগ করুন।
৯. প্রাকৃতিক ডাকে সাড়া না দেওয়া
অনেকে রয়েছেন যাঁরা প্রাকৃতিক ডাকে সাড়া দেন না। বা বিভিন্ন কারণে মল চেপে রাখেন। এটি হজমে সমস্যা হওয়ার একটি বড় কারণ।
১০. ধূমপান
ধূমপান আরেকটি কারণ হজমের সমস্যা হওয়ার। এটি এসিড রিফ্লাক্স এবং আলসার হওয়ার অন্যতম কারণও হতে পারে। তাই হজমে সমস্যা হলে এই অভ্যাস ত্যাগ করার পরামর্শই দিয়েছেন বিশেষজ্ঞরা।

যে ১০ অভ্যাস হজমে সমস্যা করে Reviewed by Rasel.scb on 7:48 AM Rating: 5 হজমের সমস্যা রোধে আঁশযুক্ত খাবার খান। ছবি : লিভ বেটার লাইফ কোষ্ঠকাঠিন্য এবং মলত্যাগ ঠিকমতো না হওয়া হজমের সমস্যার লক্ষণ। আমাদের খাদ্যাভ্যাস এ...

No comments: