কালিমার পাঠের মাধ্যমে দোআ-মোনাজাত শেষ করাকে জরুরি মনে করা - raselscb

728x90 AdSpace

Trending
Powered by Blogger.

অন্যান্য, OTHER

Loading...
Thursday, January 7, 2016

কালিমার পাঠের মাধ্যমে দোআ-মোনাজাত শেষ করাকে জরুরি মনে করা


দুআর একটি আদব হল, আল্লাহর হামদ-সানা (প্রশংসা) ও দরূদ শরীফ দ্বারা দুআ শুরু করা এবং শেষ করা। তাছাড়া হাদীস থেকে এ-ও বোঝা যায় যে, দুআ সমাপ্ত হবে ‘আমীন’-এর মাধ্যমে । কিন্তু অনেক মানুষকে দেখা যায়, তারা দুআ শেষ করেন কালিমার মাধ্যমে। সাধারণত অনেকেই এভাবে বলে থাকেন- হে আল্লাহ! মৃত্যুর সময় যবানে জারি করে দিয়ো- ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’।
দুআর একটি আদব হল, আল্লাহর হামদ-সানা (প্রশংসা) ও দরূদ শরীফ দ্বারা দুআ শুরু করা এবং শেষ করা। তাছাড়া হাদীস থেকে এ-ও বোঝা যায় যে, দুআ সমাপ্ত হবে ‘আমীন’-এর মাধ্যমে । কিন্তু অনেক মানুষকে দেখা যায়, তারা দুআ শেষ করেন কালিমার মাধ্যমে। সাধারণত অনেকেই এভাবে বলে থাকেন- হে আল্লাহ! মৃত্যুর সময় যবানে জারি করে দিয়ো- ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’।
অথবা বলেন-
ﺍﺟﻌﻞ ﺁﺧﺮ ﻛﻼﻣﻨﺎ ﻋﻨﺪ ﺍﻟﻤﻮﺕ " ﻻ ﺇﻟﻪ ﺇﻻ ﺍﻟﻠﻪ، ﻣﺤﻤﺪ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ
অর্থাৎ কালিমার মাধ্যমে তারা দুআ শেষ করেন। এটি দুআর আদব নয়; বরং এর কারণে দুআ সমাপ্ত করার সুন্নাত পদ্ধতিটা ছুটে যায়। দুআ শেষ করার সুন্নাত পদ্ধতি হলো ‘আমীন’ বলার মাধ্যমে দুআ শেষ করা।
হাঁ, দুআর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রার্থনা যে, হে আল্লাহ আমার শেষ কথা হোক তোমার কালিমা। হাদীস শরীফে এসেছে- যার শেষ কথা হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সে জান্নাতে যাবে। (সুনানে আবূ দাউদ, হাদীস ৩১১৬) কিন্তু কালিমার মাধ্যমে দুআ শেষ করা একটি রসম মাত্র।
সংকলন ও গ্রন্থনা : মাওলানা মনযূরুল হক
সৌজন্যে : মাসিক আল কাউসার

কালিমার পাঠের মাধ্যমে দোআ-মোনাজাত শেষ করাকে জরুরি মনে করা Reviewed by Rasel.scb on 7:46 AM Rating: 5 দুআর একটি আদব হল, আল্লাহর হামদ-সানা (প্রশংসা) ও দরূদ শরীফ দ্বারা দুআ শুরু করা এবং শেষ করা। তাছাড়া হাদীস থেকে এ-ও বোঝা যায় যে, দুআ সমাপ্ত হ...

No comments: