সুরা নং – ১১৪ : আন-নাস
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَٰﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
আরবি উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলা অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
ﻗُﻞْ ﺃَﻋُﻮﺫُ ﺑِﺮَﺏِّ ﺍﻟﻨَّﺎﺱ 114. 1ِ
আরবি উচ্চারণ
১১৪.১। কুল্ আ‘ঊযু বিরব্বিন্না-স্।
বাংলা অনুবাদ
১১৪.১ বল, ‘আমি আশ্রয় চাই মানুষের রব,
ﻣَﻠِﻚِ ﺍﻟﻨَّﺎﺱ 114. 2ِ
আরবি উচ্চারণ
১১৪.২। মালিকিন্না-স্ ।
বাংলা অনুবাদ
১১৪.২ মানুষের অধিপতি,
ﺇِﻟَﻪِ ﺍﻟﻨَّﺎﺱ 114. 3ِ
আরবি উচ্চারণ
১১৪.৩। ইলা-হি ন্না-স্
বাংলা অনুবাদ
১১৪.৩ মানুষের ইলাহ-এর কাছে,
ﻣِﻦْ ﺷَﺮِّ ﺍﻟْﻮَﺳْﻮَﺍﺱِ ﺍﻟْﺨَﻨَّﺎﺱ 114. 4ِ
আরবি উচ্চারণ
১১৪.৪। মিন্ শাররিল ওয়াস্ ওয়া-সিল্ খান্না-সি
বাংলা অনুবাদ
১১৪.৪ কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে দ্রুত আত্ম গোপন করে।
ﺍﻟَّﺬِﻱ ﻳُﻮَﺳْﻮِﺱُ ﻓِﻲ ﺻُﺪُﻭﺭِ ﺍﻟﻨَّﺎﺱ 114. 5ِ
আরবি উচ্চারণ
১১৪.৫। আল্লাযী ইউওয়াস্ওয়িসু ফী ছুদূরিন্না-স্।
বাংলা অনুবাদ
১১৪.৫ যে মানুষের মনে কুমন্ত্রাণা দেয়
ﻣِﻦَ ﺍﻟْﺠِﻨَّﺔِ ﻭَﺍﻟﻨَّﺎﺱ 114. 6ِ
আরবি উচ্চারণ
১১৪.৬। মিনাল্ জ্বিন্নাতি অন্না-স্।
বাংলা অনুবাদ
১১৪.৬ জিন ও মানুষ থেকে।
No comments: