৩৬ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান - raselscb

728x90 AdSpace

Trending
Powered by Blogger.

অন্যান্য, OTHER

Loading...
Friday, January 8, 2016

৩৬ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান


১। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের
কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
উত্তরঃ ১৫
২। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ
বিশিষ্ট?
উত্তরঃ এক কক্ষ
৩। ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের
ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
উত্তরঃ ১১১টি
৪। বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোনটি?
উত্তরঃ ৮৮০ ০১’ ৯২০-৪১’ দক্ষিণ পূর্ব দ্রাঘিমাংশে
৫। বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয়
কবে?
উত্তরঃ ১৯৭৪ সাল
৬। বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন
তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি
দেয়?
উত্তরঃ ১৬ ফেব্রুয়ারী ১৯৫৬
৭। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে
বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত
হয়?
উত্তরঃ ১৪ ডিসেম্বর ১৯৭১
৮। বাঙ্গালী জাতির প্রধান অংশ কোন মূল
জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
উত্তরঃ অস্ট্রিক
৯। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি?
উত্তরঃ পুন্ড্র
১০। বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির
বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত
হয়েছে?
উত্তরঃ আইন-ই-আকবরী
১১। ঢাকার লালবাগের দূর্গ নির্মাণ করেনঃ
উত্তরঃ শায়েস্তা খান
১২। বাংলার “ছিয়াত্তরের মনন্তর” এর সময় কালঃ
উত্তরঃ ১৭৭০ খ্রীষ্টাব্দ
১৩। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম
পরিষদ গঠিত হয়?
উত্তরঃ ৩১ জানুয়ারী ১৯৫২
১৪। ৬ দফা দাবী পেশ করা হয়ঃ
উত্তরঃ ১৯৬৬ সালে
১৫। বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষনের
সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল
সেটি হলঃ
উত্তরঃ পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন
১৬। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের
কত চরণ বাজানো হয়?
উত্তরঃ প্রথম ৪টি
১৭। ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী
১৮। ‘অগ্নিশ্বর’ কি ফসলের উন্নতজাত?
উত্তরঃ কলা
১৯। বর্তমান সময়ে বাংলাদেশে সরকারের বড়
অর্জন কোনটি?
উত্তরঃ সমুদ্র বিজয়
২০। ২৬ মার্চ ১৯৭১-এর স্বাধীনতা ঘোষনা বঙ্গবন্ধু
জারী করেন-
উত্তরঃ ওয়ারলেসের মাধ্যমে
২১। বাংলাদেশের রোপা আমন ধান কাটা হয়-
উত্তরঃ অগ্রহায়ণ-পৌষ মাসে
২২। সুন্দরবন-এর কত শতাংশ বাংলাদেশের
ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে?
উত্তরঃ ৬২%
২৩। MDG –এর অন্যতম লক্ষ্য কি?
উত্তরঃ ক্ষুধা ও দারিদ্র দূর করা
২৪। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম
ইসলাম?
উত্তরঃ পাঙন
25. ঢাকার 'ধোলাই খাল কে খনন করেন ? ইসলাম
খান
২৬। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম
ইউরোপের দেশঃ
উত্তরঃ পূর্ব জার্মানি
২৭। বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?
উত্তরঃ ১৯টি
২৮। ‘শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ রাঙামাটি
২৯। বাংলাদেশের ঊষনতম স্থানের নাম কি?
উত্তরঃ লালপুর, নাটোর
৩০। বাংলাদেশের জাতীয় পতাকা কত সালে
গৃহীত হয়?
উত্তরঃ ১৭ জানুয়ারী ১৯৭২
৩১। ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির
প্রণেতা-
উত্তরঃ রামরাম বসু
৩২। ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীয় মুখপাত্ররুপে কোন
পত্রিকা প্রকাশিত হয়?
উত্তরঃ জ্ঞানান্বেষণ
৩৩। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম
কি?
উত্তরঃ গ্রামবার্তা প্রকাশিকা
৩৪। নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
উত্তরঃ শুভেচ্ছা
৩৫। বহুব্রীহি সমাসবদ্ধ পদ
উত্তরঃ  তপোবন
৩৬। নিচের কোনটি বিশেষ্য পদ?
উত্তরঃ গাম্ভীর্য
৩৭। নিচের কোন শব্দে নত্ব বিধি অনুসারে ণ-এর
ব্যবহার হয়েছে।
উত্তরঃ প্রবণ
৩৮। “মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে” –
বাক্যটিতে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে
হয় -
উত্তরঃ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
৩৯। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস ঃ
উত্তরঃ (ক)// নিশ্চিত না
৪০। “Null and Void”- এর বাংলা পরিভাষা –
উত্তরঃ বাতিল
৪১। ‘ হেড মৌলভী’ কোন কোন ভাষার শব্দ যোগে
গঠিত হয়েছে?
উত্তরঃ ইংরেজি + ফার্সি
৪২। ‘রবীন্দ্র’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ রবি + ইন্দ্র
৪৩। এ যে আমাদের চেনা লোক, চেনা কোন পদ
উত্তরঃ বিশেষণ
৪৪। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ
উত্তরঃ উৎকর্ষ
৪৫। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
উত্তরঃ কুহেলিকা
৪৬। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য?
উত্তরঃ বীরাঙ্গনা
৪৭। ‘একখানি ছোট ক্ষেত আমি একেলা’ -
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
উত্তরঃ সোনার তরী
৪৮। ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি
কার লেখা
উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ
৪৯। কোনটি শওকত ওসমানের রচনা নয়?
উত্তরঃ ভেজাল
৫০। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
উত্তরঃ বালুচর
৫১। সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?
উত্তরঃ ১৯১৪
৫২। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-
উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়
৫৩। কোনটি জসীম উদ্দীনের নাটক?
উত্তরঃ বেদের মেয়ে
৫৪। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন
ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?
উত্তরঃ শ্রীচৈতন্যদেব
৫৫। মুনীর চৌধুরীর অনুদিত নাটক কোনটি?
উত্তরঃ মুখরা রমণী বশীকরণ
৫৬। কোনটি উপন্যাস নয়?
উত্তরঃ কবিতার কথা
৫৭।‘ বিষাদসিন্ধু’ একটি -
উত্তরঃ ইতিহাস আশ্রয়ী উপন্যাস
৫৮। মধ্যযুগের শেষ কৰি ভারতচন্দ্র রায়গুনাকর কত
সালে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৭৬০
৫৯। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
উত্তরঃ ৮টি
৬০। ‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
উত্তরঃ জ+ঞ
৬১। ‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন?
উত্তরঃ আলাওল
৬২। এন্টনি-ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের
রচয়িতা?
উত্তরঃ কবিগান
৬৩। নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়।
উত্তরঃ চার ইয়ারী কথা
৬৪। নিচের যে উপন্যাসে গ্রামীন সমাজ
জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি-
উত্তরঃ সীতারাম
৬৫। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে
বাইরে’ উপন্যাসের?
উত্তরঃ নিখিলেস-বিমলা
৬৬। ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি
সাক্ষরিত হয়?
উত্তরঃ ২
৬৭। লাউসের (Laos) সরকারি নাম কি?
উত্তরঃ Laos People's Democratic Republic
৬৮। নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের
সাথে সীমান্ত যুক্ত?
উত্তরঃ চীন
৬৯। IAEA –এর সদর দপ্তর হচ্ছেঃ
উত্তরঃ ভিয়েনা
৭০। সার্ক প্রতিষ্ঠিত হয়ঃ
উত্তরঃ ১৯৮৫
৭১। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৫
৭২। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত।
উত্তরঃ সিরিয়া
৭৩। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ আলবেনিয়া
৭৪। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শীর্ষ পদটি
কি?
উত্তরঃ প্রশাসক
৭৫। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate
Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ
অর্থ মঞ্জুর করেছে।
উত্তরঃ ১০০ বিলিয়ন ডলার
৭৬। কোন সঙ্কটকে কেন্দ্র করে ১৯৫০
সালের “শান্তি ঐক্য প্রস্তাব” জাতিসংঘের
মাধ্যমে পেশ করা হয়?
উত্তরঃ প্যালেষ্টাইন সংকট
৭৭। সুয়েজ খাল কোন বৎসর চালু হয়?
উত্তরঃ ১৮৬৯
৭৮। নিম্মলিখিত কোনটি International mother
Earthday?
উত্তরঃ ২২ এপ্রিল
৭৯. প্রেসিডেন্ট-উইন্ড উইলসনের 14 points এ কত
নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ
করা হয়েছে।
উত্তরঃ ১8
৮০/যুক্তরাষ্ট্রে কবে একক ভাবে ABM (Anti-Ballistic
Missile) চুক্তি থেকে  নিজেকে প্রত্যাহার করে?
উত্তরঃ জুন ২০০২
৮১ । আরবলীগ প্রতিষ্ঠা পায়-
উত্তরঃ ১৯৪৫
৮২/ “YALTA Conference” এর একটি লক্ষ্য ছিল-
উত্তরঃ জাতিসংঘ প্রতিষ্ঠা
৮৩/ বর্তমানে ন্যামের সদস্য সংখ্যাঃ
উত্তরঃ সঠিক উত্তর নাই (১২০)
৮৪/ War and Peace উপন্যাসের রচয়িতা
উত্তরঃ লিও টলষ্টয়
৮৫. আন্তর্জাতিক রেডক্রস এর সদর দপ্তরঃ
উত্তরঃ জেনেভা
৮৬. সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়-
পাগ-মার্ক
৮৭. বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে
আসে?
৯৯.৯৭ শতাংশ
৮৮. বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু
পরিবর্তমানের ক্ষতিকর প্রভাব মোকাবেলায়
বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে
প্রদান করবে?
৩০%
৮৯. দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে
জারি হয়েছে?
সঠিক উত্তর নেই।
৯০. ২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি
ছিল ঘন্টায়-
৭০০-৮০০ কিঃ মিঃ
৯১. ফিশারীজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায়
অবস্থিত?
চাঁদপুরে
৯২। বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু
হয়?
১৯৯৭ সালে
৯৩. বাংলাদেশের সাথে ভারতের সীমানা
কত?
৩৯৭৮ কি. মিঃ. অনেক জায়গায় আছে, ৪০৯৬
৯৪. মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য
কত?
১১.৮ কি. মি.
৯৫. সমুদ্রপৃষ্ঠ ৪৫cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ
বাংলাদেশে Climate refugee হবে?
৩.৫ কোটি
৯৬. সুনামীর কারণ হলো-
সমুদ্রের তলদেশে ভূমিকম্প
৯৭. যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা
হয়-
প্যাথজেনিক
৯৮. শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের
কোনটি জরুরী?
উল্লেখিত সব কটি
৯৯. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
স্নায়ুতন্ত্রের
১০০. ভাইরাস জনিত রোগ নয় কোনটি?
নিওমোনিয়া
১০১. প্রাণী জগতের উতপত্তি ও বংশ সম্বন্ধীয়
বিদ্যাকে বলে-
জেনেটিক
১০২. কোন জ্বালানী পোড়ালে সালফার ডাই
অক্সাইড বাতাসে আসে?
পেট্রোল
১০৩।
মোবাইল টেলিফোনের লাইনের মধ্যদিয়ে প্রবাহিত হয়-
চৌম্বক শক্তি
১০৪।
নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
ট্রিপসিন
১০৫। বায়ুমন্ডলে শতকরা কতভাগ আরগন বিদ্যমান?
০.৮
১০৬।
মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
প্লিহাতে
১০৭।
কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিত
ে রূপান্তরিত করা হয়?
ডায়নামো
১০৮।
জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
আলট্রাভায়োলেট রশ্মি
১০৯। কোন রং বেশী দূর থেকে দেখা যায়?
সাদা
১১০।
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো-
আইসোবার
১১১। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে-
অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
১১২। ‘সুবর্ণ মধ্যক’ হলো
দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
১১৩। নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে
বুঝায়-
উপরের তিনটিই সঠিক
১১৪। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো-
জনকল্যাণ
১১৫। । সুশাসনের পথে অন্তরায়-
স্বজনপ্রীতি
১১৬। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে-
সামাজিক মূল্যবোধকে
১১৭ ৷ নৈতিকভাবে বলা হয় মানবজীবনের-
নৈতিক আদর্শ
১১৮। ‘Power: A New Social Analysis’ গ্রন্থটি কার
লেখা?
রাসেল
১১৯। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে-
সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা
১২০। সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও
শাসিতের মধ্যে-
আস্থার সম্পর্ক গড়ে তোলে
১২১। কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি
কাজে ব্যবহার হয়?
@@দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে
সংযুক্ত করার কাজে
১২২।
নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার
করা হয়?
TV Remote Control
১২৩ ৷ (1011)2 + (0101)2 =?
কোনটি নয়
১২৪. WiMAX এর পূর্ণরূপ কি?
Worldwide Interoperability for Microwave Access
১২৫। Boolean Algebra- এর নিচের কোনটি সঠিক?
উত্তরঃ A + Ā = 1
১২৬। 8086 কত বিটের মাইক্রো প্রসেসর
উত্তরঃ 16
১২৭। নিচের কোন মেমোরীটি Non-volatile?
উত্তরঃ ROM
১২৮।
নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারী মেমোরী?
উত্তরঃ RAM
১২৯ ৷ Plotter কোন ধরনের ডিভাইস?
উত্তরঃ আউটপুট
১৩০। নিচের কোনটি 3G Language নয়? -
উত্তরঃ Machine Language/Assembly Language
১৩১। নিচের কোন উক্তিটি সঠিক?
উত্তরঃ ১ কিলোবাইট = ১০২৪ বাইট
১৩২। wi-fi কোন স্ট্যান্ডার্ড-
এর উপর ভিত্তি করে কাজ করে?
উত্তরঃ IEEE 802.11
১৩৩। Mobile Phone- এর কোনটি input device- নয়?
উত্তরঃ Touch Screen
১৩৪। নিচের কোনটি ডাটাবেজ Language?
উত্তরঃ কোনটি নয়
১৩৫। LinkedIn এর ক্ষেত্রে কোনটি সঠিক?
উত্তরঃ উপরের সবগুলোই
136. a- [a-{a-(a-1)] = কত?
উত্তরঃ a-1
137. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪
টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে
হবে?
উত্তরঃ ৪২ টাকা
১৩৮। যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে
তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয়
বৃদ্ধি পাবে না?
উত্তরঃ ২০%
১৩৯। দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গসাগু ১৩।
সংখ্যা দুটির ল,সা,গু কত?
উত্তরঃ ২৬০
140. x-1/x = 1 হলে x3-1/x3 এর মান কত?
উত্তরঃ 4
141. 1+3+5+ -------+ 2x-1 কত?
উত্তরঃ x2
142. log√381 কত?
উত্তরঃ 8
143. A = {x: x মৌলিক সংখ্যা এবং x≤5 } হলে P(A)
উত্তরঃ 8
144. যদি (25)2x+3 = 53x+6 হয়, তবে x=কত?
উত্তরঃ 0
145. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 হলে, ঐ
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
উত্তরঃ 16
146. চিত্র অনুসারে ০ কেন্দ্র বিশিষ্ট ABC, y=112,
,x=?
Ans. 34
147. ত্রিভুজ ABC এ a=40, b=70 হলে, ABC কি ধরনের
ত্রিভুজ?
উত্তরঃ সমদ্বিবাহু
148.
12টি পুস্তক থেকে 5 টি কত প্রকারে বাছাই কড়া যায় যেখ
ানে ২টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
উত্তরঃ 120
149. আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালের জু
লাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন।
ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
উত্তরঃ 2/7
150. x2 + y2 = 185, x-y= 3 এর একটি সমাধান হলঃ
উত্তরঃ (11,8)
151. ২ এর কত শতাংশ ৮ হবে?
উত্তরঃ ৪০০
152. 45,?, 35
Ans. 31
153. যদি ৫+৩=২৮
৯+১=৮১০
২+১=১৩ হয় তবে
৫+৪=?
উত্তরঃ ১৯
154. ইংরেজি বর্নমালার ধারাবাহিকভাবে ১৮ তম অক্ষরে
র বামদিকে ১০ম অক্ষর কোনটি?
উত্তরঃ H
155. v(১৫.৬০২৫)=?
উত্তরঃ ৩.৯৫
156. ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অস্টম সংখ্যাটি কত হবে?
উত্তরঃ ২৮
157. 1+5+9+......+81=?
উত্তরঃ 861
158. প্রশ্নবোধক চিহ্ন (?) এর স্থানে কি বসবে?
উত্তরঃ K8
159. দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে?
উত্তর নেই
160.
ans. b
161. ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ও
জন রাখতে হবে?
উত্তরঃ ৮ কেজি
162. প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে?
৩,১০,৯,৮,২৭,৬,৮১,৪,২৪৩, (?)
উত্তরঃ ২
163. আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরি
বর্তন হবে না?
উত্তরঃ OTTO
164. সঠিক বানান কোনটি?
কূসংস্কার///কুসংকার///কুসংষ্কার///কূশংষ্কার
কুসংস্কার (সঠিক উত্তর নাই)
165. আয়না থেকে ২ ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার
প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?
উত্তরঃ ২ ফুট
166. Shakespeare's Measure for Measure is a successful---
উত্তরঃ comedy
167. In English grammar ______, deals with formation of
sentences.
উত্তরঃ Morphology
168. Professor Razzak was a scholar ____ refute.(Fill in the
gap)
by
169. David Coperfield' is a/an ___ novel.
উত্তরঃ Victorian
170. ‘Elegy written in a country churchyard’ is written by-
উত্তরঃ Thomas Gray
171. John Smith is good ___ Mathematics. (Fill in the gap)
উত্তরঃ at
172. Which of the followings books is written by Thomas
Hardy?
উত্তরঃ The Return of the Native
173. He insisted __ there. (Fill in the gap)
উত্তরঃ on my going
174. The idiom ‘A-stitch is times saves nine’ - refers to the
importance of-
উত্তরঃ timely action
175. "Frailty thy name is woman"___ is a famous dialogue
from.
উত্তরঃ W. Shakespeare
176. The poem ‘The Solitary Reaper’ is written by-
উত্তরঃ W. Wordsworth
177. Teacher said, “The earth __ round the sun.”
উত্তরঃ moves
178. The romantic age in English literature began with the
publication of ___.
উত্তরঃ Preface to Lyrical Ballads
179. Who is known as “the poet of nature” in English
literature?
উত্তরঃ Williams Words Worth
180. Identify the correct sentence?
উত্তরঃ Yesterday, he went home
181. "A Passage to India” is written by-
উত্তরঃ E.M. Forster
182. ‘The Merchant of Venice’ is a Shakespearean play about
উত্তরঃ a Jew
183. What would be the right antonym for ‘initiative’?
উত্তরঃ Apathy
184. The play ‘Candida’ is by-
উত্তরঃ G. B. Shaw
185. Which of the following writers belongs to the romantic
period in English literature?
উত্তরঃ S.T. Coleridge
186. This could have worked if I ___ been more cautious
উত্তরঃ had
187. Credit tk 5000 ___ my account.
উত্তরঃ to
188. ‘To do away with’ means-
to get rid of
189. Who of the following writers was not a novelist?
উত্তরঃ W.B. Yeats
190. Which one is a correct sentence?
উত্তরঃ paper is made from wood
191. The Climax of a plot is what happens-
উত্তরঃ at the height
192. London town is found a living being in the works of-
Charles Dickens
193. So I have been living in Dhaka ____ 2000.
উত্তরঃ since
194. Give the antonym of the word "transitory”-
উত্তরঃ permanent
195. verb of “Number” is-
উত্তরঃ number
196. Child is the father of man is taken from the poem of—
উত্তরঃ W. Wordsworth
197. Slow and steady ___ the race. (Fill in the gap)
উত্তরঃ wins
198. “Man is a political animal” - who said this?
উত্তরঃ Aristotle
199. ”Gitanjali” of Rabindranath Tagore was translated by-
উত্তরঃ W.B. Yeats
200. “Venerate” Means–
উত্তরঃ respect



৩৬ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান Reviewed by Rasel.scb on 10:52 PM Rating: 5 ১। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? উত্তরঃ ১৫ ২। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? উত্তরঃ এক ক...

No comments: