নাক
ডাকার
সমস্যা
আপাত
দৃষ্টিত
খুব
বেশি
ক্ষতিক
মনে
না
হলেও
এটি
আসল
বেশ খারাপ একটি সমস্যা। এটিকে
হৃদরোগের লক্ষণ হিসেবে ধরা
হয়ে থাকে। এছাড়া এই নাক
ডাকার সমস্যা যে বেশ বিরক্তিকর
ও বিব্রতকর, তা নতুন করে বলে
দিতে হয় না। যিনি নাক ডাকেন
তিনি না বুঝলেও পাশে থাকা
মানুষটির ঘুম হারাম হয়ে যায়। তাই
নাক ডাকা সমস্যাকে অবহেলা নয়
মোটেই। সমস্যাটি কীভাবে দূর
করা যায় সে বিষয়ে ভাবতে হবে।
ঘরোয়া ভাবে খুব সহজে এবং বেশ
সুস্বাদু উপায়ে এই সমস্যার সমাধান করা সম্ভব। জানতে
চান কীভাবে? চলুন তবে দেখে নেয়া যাক।
গাজর-আপেলের জুস :-
শুনতে সাধারণ মনে হলেও এই জুসের রয়েছে
শ্বাসনালী কিছুটা চওড়া ও শ্বাসনালীর মিউকাস দ্রুত
নিঃসরণের ক্ষমতা যা নাক ডাকা থেকে মুক্তি
দিতে বেশ কার্যকর।
– ২ টি আপেল ছোটো ছোটো খণ্ডে কেটে নিন
এবং ব্লেন্ডারে ব্লেন্ড করুন।
– এবার ২ টি গাজর কেটে ব্লেন্ডারে দিয়ে
ব্লেন্ড করে নিন।
– এরপর একটি লেবুর ১/৪ অংশ কেটে রস চিপে এতে
দিয়ে দিন এবং ১ চা চামচ আদা কুচি দিয়ে ব্লেন্ড
করে নিন।
– কিছুটা পানি দিয়ে বেশ ভালো করে ব্লেন্ড
করে নিয়ে ছেঁকে নিন। – এই পানীয়টি প্রতিদিন
পান করুন। নাক ডাকার সমস্যা দূরে পালাবে।
হলুদের চা :-
হলুদ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটিও বেশ কার্যকর
নাক ডাকা সমস্যার সমাধানে।
– ২ কাপ পরিমাণ পানি চুলায় বসিয়ে জ্বাল দিতে
থাকুন।
– এতে ১ চা চামচ পরিমাণ কাঁচা হলুদ বাটা দিয়ে দিন
(গুঁড়ো হলেও চলবে)। এবার আবার জ্বাল করতে থাকুন।
– যখন পানি ফুটে ১ কাপ পরিমাণে চলে আসবে তখন
তা নামিয়ে ছেঁকে ফেলুন।
– এবার ১/২ চা চামচ মধু ও ২/৩ ফোঁটা লেবুর রস
মিশিয়ে পান করুন।
– প্রতিদিন ঘুমুতে যাওয়ার ৩০ মিনিট আগে পান করে
নেবেন। দেখবেন নাক ডাকার সমস্যা দূর হয়ে যাবে।
Tuesday, January 5, 2016
নাক ডাকার সমস্যা চিরতরে দূর করবে ২টি জাদুকরী পানীয়
নাক ডাকার সমস্যা চিরতরে দূর করবে ২টি জাদুকরী
পানীয়
Reviewed by Rasel.scb
on
8:41 PM
Rating: 5
নাক ডাকার সমস্যা আপাত দৃষ্টিত খুব বেশি ক্ষতিক মনে না হলেও এটি আসল বেশ খারাপ একটি সমস্যা। এটিকে হৃদরোগের লক্ষণ হিসেবে ধরা হয়ে থাকে। এছাড়া এই ...
Related posts
Subscribe to:
Post Comments (Atom)
No comments: