Analogy গঠন পদ্ধতি নিয়ে আলোচনা - raselscb

728x90 AdSpace

Trending
Powered by Blogger.

অন্যান্য, OTHER

Loading...
Sunday, January 31, 2016

Analogy গঠন পদ্ধতি নিয়ে আলোচনা


Posted Under: ইংরেজি গ্রামার, বিসিএস ইংরেজি
Root words এর Relation এর উপর ভিত্তি করে sentence format গঠন পদ্ধতি
Analogy গঠন পদ্ধতি নিয়ে আলোচনা
Synonym (সমার্থকতা): এক্ষেত্রে root words দুটি (Synonymous)সমার্থক হয়ে থাকে।
Antonym (বিপরীতার্থক): এক্ষত্রে root words দুটি (Antonymous) বিপরীতার্থক হয়ে থাকে।
Lack/Absence (অভাব): এক্ষেত্রে root words দুটির মধ্যে একটির অনুপস্থিতি আরেকটির সংজ্ঞ নির্ধারণ করে।
Part to whole (অংশ বিশেষ): এক্ষেত্রে root words এর মধ্যে একটি আরেকটির অংশ হয়।
Defining Characteristics (সংজ্ঞার্থ নির্ণায়ক বৈশিষ্ঠ): এক্ষেত্রে root words দুটির একটি আরেকটিকে সংজ্ঞায়িত করার বৈশিষ্ঠ বহন করে।
Spurious (ভন্ড, জাল, মেকি রূপ, মিথ্যা): root words দুটির একটি আরেকটির জাল/মেকি/বিকৃত/ত্রূটিপূর্ণ/ভন্ড হয়।
Degree of Intensity (মাত্রা-ভেদ): এক্ষেত্রে root words দুটি একই অর্থ নির্দেশ করলেও একটি আরেকটির চেয়ে তীব্র মাত্রা প্রকাশ করে।
Type of Classification (প্রকারভেদ): এক্ষেত্রে root words দুটির একটি আরেকটির প্রকারভেদ নির্দেশ করে।
Age Difference (বয়সের তারতম্য): এক্ষেত্রে root words দুটির মধ্যে বয়সের তারতম্য থাকে, একটি early age হলে অপরটি mature age।
Worker and Workplace (কর্মী ও কর্মসংস্থান): root words দুটির একটি worker ও অপরটি ঐ worker এর workplace নির্দেশ করে।
Logical Sequence (যৌক্তিক অনুক্রম): এক্ষেত্রে root words দুটির একটির স্বাভাবিক গতির বায়ো: প্রাপ্তিতে আরেকটি word এর অবস্থা আসতে পারে।
Estrangement (বিচ্ছিন্নতা): এক্ষেত্রে root words দুটির একটি আরেকটির interruption বা বাধা দেয়, অর্থাৎ continuity বা চলমানতা নষ্ট করে।
Abode (বাসস্থান): এক্ষেত্রে root words দুটির একটি আরেকটির বাসস্থান নির্দেশ করে।
Cause and Effect (কারণ ও ফলাফল): এক্ষেত্রে root words দুটির একটি কারণ ও অপরটি ঐ কারণে সৃষ্ট ফলাফল বোঝায়।
Worker and Tools (কর্মী ও কর্মীর যন্ত্র): এক্ষেত্রে root words দুটির একটি worker এর নাম ও অপরটি ঐ worker নির্দেশক tool বোঝায়।
Sign/Symbol (চিহ্ন): এক্ষেত্রে root words দুটির একটি আরেকটির sign/symbol বোঝায়।
Worker and Action (কর্মী ও কর্ম): এক্ষেত্রে root words দুটির একটি worker বোঝালে অন্যটি action নির্দেশ করে।
Creator and Creation (স্রষ্টা ও সৃষ্টি): এক্ষেত্রে root words দুটির একটি creator বোঝালে অন্যটি creation নির্দেশ করে।
Protection/Covering (রক্ষা/আবরণ): এক্ষেত্রে root words দুটির একটি আরেকটির আবরণ বোঝায়, যা protection হিসাবে কাজ করে।
Gender Variation (লিঙ্গভেদ): এক্ষেত্রে root words দুটির একটি masculine হলে অপরটি feminine gender হয়।
Function (কার্যক্রম): এক্ষেত্রে root words দুটির একটি আরেকটির কার্যক্রম বা function নির্দেশ করে।
Tool and its area of use (যন্ত্র ও এর প্রয়োগক্ষেত্র) : এক্ষেত্রে root words দুটির একটি tool নির্দেশ করলে অপরটি এর প্রয়োগক্ষেত্র নির্দেশ করে।
Member of a Group (দলীয় সদস্য): এক্ষেত্রে root words দুটির একটী কোন group নির্দেশ করলে অন্যটি ঐ group এর সদস্য নির্দেশ করে।
Study/Science (গবেষনা/জ্ঞান): এক্ষেত্রে root words দুটির একটি অপরটির গবেষনা বা জ্ঞান বোঝায়।
Unit of Measurement (পরিমাপ একক): এক্ষেত্রে root words দুটির একটি আরেকটির সাথে পরিমাপ একক সম্পর্কে আবদ্ধ।
Tool and its Action (যন্ত্র ও যন্ত্রের ব্যবহার): এক্ষেত্রে root words দুটির একটি tool নির্দেশ করলে অপরটি ঐ tool এর action বোঝায়।
Question and Answers
Q: Affirm : Hint ::
A: charge : insinuate
Q: Angle : Degree ::
A: area : square inch
Q: APPLE : FRUIT
A: Rose : Flower
Q: Assert- Dissent
A: Affirm- Object
Q: Chair : Bench ::
A: rule : yardstick
Q: Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair: WORDS:WRITER
A: Butcher: baker
Q: Choose the pair similar to the given pair: Patron:Support
A: Counselor:advice
Q: Choose the similar relationships like given: Heart::Human
A: Engine::Car
Q: Confidence : Deception ::
A: hostility : kindliness
Q: CRUMB : BREAD
A: splinter : wood
Q: Delay : Retard
A: slow down : hold up
Q: DENTURE:TEETH
A: scarf:head
Q: Distort- Twist
A: Harmonize- Balance
Q: Each question below consists of a related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. ANARCHY : GOVERNMENT
A: penury : wealth
Q: Each question below consists of a related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. DELAY : EXPEDITE
A: detain : dispatch
Q: Each question below consists of a related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. VACCINE : PREVENT
A: diagnosis : cure
Q: Eager:Indifferent
A: enthusiastic:halfhearted
Q: Event: Memories
A: Fire : ashes
Q: FEATHERS : PLUCK ::
A: wool : shear
Q: FUND:EMBEZZLED
A: Writing:plagiarized
Q: Gazelle : Swift ::
A: swan : graceful
Q: It is too difficult to tolerate bad temper for long. which of the following phrases does best replace ‘tolerate’ in the above sentence?
A: put up with
Q: Lend : Borrow ::
A: dictate : govern
Q: Lengthen : Prolong
A: stretch : extend
Q: Library is to book as book is to?
A: page
Q: lubricant:friction
A: muffler:noise
Q: Music : Guitar
A: words : typewriter
Q: Oxygen : Respiration ::
A: sunlight : photosynthesis
Q: Quarry:marble
A: mine:coal
Q: Racket :Tennis ::?
A: Bat:Cricket
Q: Request : Refusal ::
A: try : failure
Q: SCRIPT:PLAY
A: score:symphony
Q: Select not similar word to given word: Viable
A: that will work
Q: Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. EXCITE : CALM
A: stimulate : cool down
Q: Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair: CARPENTER : SAW-
A: seamstress : scissors
Q: Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair: FIRE : ASHES-
A: Event : memories
Q: Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair: STARE : GLANCE-
A: gulp : sip
Q: Setting : stone ::
A: socket : bulb
Q: Ship : Harbor::
A: car : garage
Q: Similar relationship expressed in the pair: Conscious- Careless
A: Graceful- Ugly
Q: Sky : Bird :: Water: ?
A: fish
Q: Smoke: Pollution ::
A: war : death
Q: Stove : Kitchen ::
A: sink : bathroom
Q: Submission- Yielding
A: Complaint- Acquiescent
Q: Submissive : Disobedient
A: observe : defy
Q: Vacilate- Hesitate
A: Irresolute- Indecisive
Q: Wealth : Luxuries ::
A: ticket : admission
Q: ‘The English’ means –
A: The English people

Analogy গঠন পদ্ধতি নিয়ে আলোচনা Reviewed by Rasel.scb on 10:39 AM Rating: 5 Posted Under: ইংরেজি গ্রামার, বিসিএস ইংরেজি Root words এর Relation এর উপর ভিত্তি করে sentence format গঠন পদ্ধতি Analogy গঠন পদ্ধতি নিয়ে আলোচ...

No comments: