আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মহান
আল্লাহর দীন প্রতিষ্ঠাকালে বহু বিপদের
সম্মুখীন হয়েছেন। বেশ কয়েকবার কাফেরদের
বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। অনেক জুলুম,
অন্যায়, অত্যাচার পাড়ি দিয়ে তিনি ইসলাম
প্রতিষ্ঠা করেছেন। বিপদের সময় মহানবী (সা.)
যে ৩টি দোয়া পাঠ করতেন সেই দোয়াগুলো
উম্মতদেরও পাঠ করাতে বলেছেন।
দোয়া ৩টি হলো-
১। সাদ ইবনে আবি ওক্কাস রা. বলেন, নবীজি সা.
দুঃখ-কষ্টের সময় বলতেন :
লা-ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু
মিনাজ জোয়ালিমিন। (দোয়া ইউনূস)
অর্থ : একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই।
তোমার পবিত্রতা বর্ণনা করছি। নিশ্চয়ই আমি
সীমালঙ্ঘনকারী। (তিরমিজি : ৩৫০০)
২। আসমা বিনতে ওমাইর রা. থেকে বর্ণিত,
নবীজি সা. বলেন, আমি কি তোমাদের এমন কিছু
শিখিয়ে দেব না যা তুমি দুশ্চিন্তা ও
পেরেশানির মধ্যে পড়বে। সাহাবী বললেন,
অবশ্যই শেখাবেন। নবীজি বললেন, দোয়াটি
হচ্ছে : ‘আল্লাহু আল্লাহ রব্বী লা উশরিকু বিহি
শাইয়ান।’
অর্থ : আল্লাহই আল্লাহ আমার প্রতিপালক। আমি
তার সঙ্গে কোনো কিছু শরিক করি না। (আবু
দাউদ : ১৫২৫)
৩। আনাস রা. থেকে বর্ণিত, নবীজি সা. বলেন :
আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জায়ালতাহু
সাহলান, ওআনতা তাজআলুল হুযনা সাহলান ইযা
শিইতা।
অর্থ : ইয়া আল্লাহ, কোনো বিষয় সহজ নয়। হ্যাঁ,
যাকে তুমি সহজ করে দাও। যখন তুমি চাও তখন তুমি
মুশকিলকে সহজ করে দাও। (ইবনে হিব্বান : ৯৭৪)
Thursday, January 7, 2016
বিপদে পড়লে মহানবী (সা) এই ৩টি দোয়া পাঠ করতে বলেছেন
বিপদে পড়লে মহানবী (সা) এই ৩টি
দোয়া পাঠ করতে বলেছেন
Reviewed by Rasel.scb
on
2:12 AM
Rating: 5
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর দীন প্রতিষ্ঠাকালে বহু বিপদের সম্মুখীন হয়েছেন। বেশ কয়েকবার কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছ...
Related posts
Subscribe to:
Post Comments (Atom)
No comments: