সুরা নং- ১১৩ : আল-ফালাক
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَٰﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
আরবি উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলা অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
ﻗُﻞْ ﺃَﻋُﻮﺫُ ﺑِﺮَﺏِّ ﺍﻟْﻔَﻠَﻖ 113. 1ِ
আরবি উচ্চারণ
১১৩.১। কুল্ আ‘ঊযু বিরব্বিল্ ফালাক্বি।
বাংলা অনুবাদ
১১৩.১ বল, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের কাছে,
ﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎ ﺧَﻠَﻖ 113. 2َ
আরবি উচ্চারণ
১১৩.২। মিন্ শাররি মা-খলাক্ব।
বাংলা অনুবাদ
১১৩.২ তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,
ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﻏَﺎﺳِﻖٍ ﺇِﺫَﺍ ﻭَﻗَﺐ 113. 3َ
আরবি উচ্চারণ
১১৩.৩। অমিন্ শাররি গ-সিক্বিন্ ইযা-অক্বাব্।
বাংলা অনুবাদ
১১৩.৩ আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়,
ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﺍﻟﻨَّﻔَّﺎﺛَﺎﺕِ ﻓِﻲ ﺍﻟْﻌُﻘَﺪ 113. 4ِ
আরবি উচ্চারণ
১১৩.৪। অমিন্ শাররি ন্নাফ্ফা-ছা-তি ফিল্ ‘উক্বদ্।
বাংলা অনুবাদ
১১৩.৪ আর গিরায় ফুতকার দানকারী নারীদের অনিষ্ট থেকে,
ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﺣَﺎﺳِﺪٍ ﺇِﺫَﺍ ﺣَﺴَﺪَ 113.5
আরবি উচ্চারণ
১১৩.৫। অমিন্ শাররি হা-সিদিন্ ইযা-হাসাদ্।
বাংলা অনুবাদ
১১৩.৫ আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে’।
No comments: