বদহজমের সমস্যা দূর করুন সহজেই - raselscb

728x90 AdSpace

Trending
Powered by Blogger.

অন্যান্য, OTHER

Loading...
Sunday, January 3, 2016

বদহজমের সমস্যা দূর করুন সহজেই

বদহজম
একটি
ভীষণ
অস্বস্তিকর
সমস্যা।
কম
বেশি
সবাই
এই
সমস্যায়
ভুগে
থাকেন।
খাবারের অনিয়ম, বেশি খাওয়া অথবা বাইরের
তেলযুক্ত খাবার খাওয়ার ফলে এ সমস্যা হয়ে থাকে।
জেনে নেই কিভাবে দূর হতে পারে বদহজমের
সমস্যা।
তুলসী পাতার ব্যবহার
- এক মুঠো তুলসী পাতা একটু ছেঁচে নিয়ে সামান্য
লবণ মিশিয়ে এমনিতেই খেতে পারেন। খুব দ্রুত দারুণ
ফলাফল পাবেন।
- দুই কাপ পানিতে এক মুঠো তুলসী পাতা ছেঁচে
দিয়ে জ্বাল দিন কিছুক্ষণ। পানি শুকিয়ে ১ কাপ
পরিমাণে হয়ে এলে ছেঁকে মধু মিশিয়ে পান করুন
চায়ের মতো করে। বেশ সহজেই হজমের সমস্যা দূর
হয়ে যাবে।
বেকিং সোডার ব্যবহার
- আধা গ্লাস পানিতে আধা চা চামচ বেকিং সোডা
মিশিয়ে পান করে ফেলুন। দ্রুত বদহজমের সমস্যা দূর
হবে। আধা গ্লাসের চাইতে বেশি পরিমাণে পান
করবেন না।
গোলমরিচের ব্যবহার
- সামান্য গোলমরিচ গুঁড়োর সাথে গুড় এবং
বাটারমিল্কের মিশ্রণ খুব সহজেই বদহজম দূর করতে
পারে।
- গোলমরিচের গুঁড়ো, শুকনো পুদিনা পাতার গুঁড়ো,
আদা গুঁড়ো এবং ধনে বীজ সমপরিমাণে মিশিয়ে
নিয়ে দিনে মিশ্রণের ১ চা চামচ দুই বার খেলেও
বদহজমের সমস্যা এড়ানো সম্ভব।

বদহজমের সমস্যা দূর করুন সহজেই Reviewed by Rasel.scb on 4:59 AM Rating: 5 বদহজম একটি ভীষণ অস্বস্তিকর সমস্যা। কম বেশি সবাই এই সমস্যায় ভুগে থাকেন। খাবারের অনিয়ম, বেশি খাওয়া অথবা বাইরের তেলযুক্ত খাবার খাওয়ার ফলে এ সমস...

No comments: