নাকের যত সমস্যা - raselscb

728x90 AdSpace

Trending
Powered by Blogger.

অন্যান্য, OTHER

Loading...
Thursday, January 7, 2016

নাকের যত সমস্যা


আমাদের নাকে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এগুলোর মধ্যে রয়েছে নাকের বাঁকা হাড়, অ্যালার্জিক রাইনাইটিস, সাইনোসাইটিস ইত্যাদি। আজ ৫ জুন এনটিভির স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২০৫৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক-কান-গলা বিভাগের হেড নেক সার্জারি ইউনিটের পরামর্শক ডা. সৈয়দা শারমিন জামাল।
প্রশ্ন : সাধারণত কী কী ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন?
উত্তর : বেশির ভাগ রোগী অভিযোগ নিয়ে আসেন নাকের মধ্যে পলিপাস হয়েছে। আসলে বিষয়টি তা নয়, নাক দিয়ে শ্বাস নেওয়ার সময় কোনোরকম বাধা পেলেই তাঁরা সচেতন হয়ে চিকিৎসকের কাছে পরামর্শ নিতে আসেন। সাধারণত যে সমস্যাগুলো নিয়ে আসেন, এর মধ্যে নাকের মধ্যভাগের হাড়টি বাঁকা, যেটাকে ‘সেপটার্ম’ বলা হয়, এটা কোনো একদিকে বাঁকা হয়ে আছে। একদিকে যদি নাকের হাড়টা বাঁকা থাকে, অন্যদিকে মাংসপেশিগুলো ফুলে যায়, যেটাকে আমরা ‘হাইপার ট্রোফিটারপিনাইট’ বলি। এ দুটো মিলিয়ে রোগীরা নাক বন্ধ ভাব অনুভব করেন। এটা একটা কারণ।
আরেকটি কারণ হচ্ছে, দীর্ঘদিন ধরে অনেকের নাকে অ্যালার্জিজনিত হাঁচি, সর্দি এসব সমস্যা লেগে থাকে। এটাকে সাধারণত আমরা বলি, ‘অ্যালার্জিক রাইনাইটিস’। এই রাইনাইটিসের জন্য নাকের মধ্যে যে স্বাভাবিক মিউকোসাল সারফেজগুলো থাকে, সেগুলো ফুলতে থাকে। এর ফলে শ্বাস-প্রশ্বাস বাধাপ্রাপ্ত হয়। এর সঙ্গে যোগ হয় কিছু পলিপয়েড টিস্যু, যাকে ‘নেজাল পলিপ’ বলি, সে ক্ষেত্রে আমরা হয়তো অন্যভাবে চিকিৎসা করি। কিন্তু প্রাথমিকভাবে দেখা যায় যে রোগীর শ্বাস বন্ধ লাগছে। রোগীরা বলেন, ‘আমি শ্বাস নিতে পারছি না, সব সময় সর্দি থাকে, হাঁচি হয় অথবা ধুলোবালিতে গেলে হাঁচি হয়। আর মাথাব্যথা হয়।’ এটা হচ্ছে সেকেন্ডারি। দীর্ঘদিন নাক বন্ধ থাকলে, আমাদের সাইনাস যেগুলো থাকে, যেখানে বাতাস থাকার কথা, সেখানে ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হলে আমরা সাইনোসাইটিস বলি। এ জাতীয় সমস্যাগুলো নিয়ে রোগীরা বেশি আসেন।
ডা. সৈয়দা শারমিন জামাল।

নাকের যত সমস্যা Reviewed by Rasel.scb on 7:51 AM Rating: 5  আমাদের নাকে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এগুলোর মধ্যে রয়েছে নাকের বাঁকা হাড়, অ্যালার্জিক রাইনাইটিস, সাইনোসাইটিস ইত্যাদি। আজ ৫ জুন এনটিভির স্বা...

No comments: