সুরা নং -১০৯ : আল-কাফিরূন
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَٰﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
আরবি উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলা অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
ﻗُﻞْ ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟْﻜَﺎﻓِﺮُﻭﻥَ 109.1
আরবি উচ্চারণ
১০৯.১। কুল্ ইয়া য় আইয়ুহাল্ কা-ফিরূনা ।
বাংলা অনুবাদ
১০৯.১ বল, ‘হে কাফিররা,
ﻟَﺎ ﺃَﻋْﺒُﺪُ ﻣَﺎ ﺗَﻌْﺒُﺪُﻭﻥَ 109.2
আরবি উচ্চারণ
১০৯.২। লা য় আ’বুদু মা তা’বুদূনা।
বাংলা অনুবাদ
১০৯.২ তোমরা যার ‘ইবাদাত কর আমি তার ‘ইবাদাত করি না’।
ﻭَﻟَﺎ ﺃَﻧْﺘُﻢْ ﻋَﺎﺑِﺪُﻭﻥَ ﻣَﺎ ﺃَﻋْﺒُﺪُ 109.3
আরবি উচ্চারণ
১০৯.৩। অলা য় আন্তুম্ ‘আ-বিদূনা মা য় আ’বুদ্।
বাংলা অনুবাদ
১০৯.৩ এবং আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও’।
ﻭَﻟَﺎ ﺃَﻧَﺎ ﻋَﺎﺑِﺪٌ ﻣَﺎ ﻋَﺒَﺪْﺗُﻢْ 109.4
আরবি উচ্চারণ
১০৯.৪। অলা য় আনা ‘আ-বিদুম্ মা-‘আবাততুম্।
বাংলা অনুবাদ
১০৯.৪ ‘আর তোমরা যার ‘ইবাদত করছ আমি তার ‘ইবাদাতকারী হব না’।
ﻭَﻟَﺎ ﺃَﻧْﺘُﻢْ ﻋَﺎﺑِﺪُﻭﻥَ ﻣَﺎ ﺃَﻋْﺒُﺪُ 109.5
আরবি উচ্চারণ
১০৯.৫। অলা য় আন্তুম্ ‘আ-বিদূনা মা য় আ’বুদ্।
বাংলা অনুবাদ
১০৯.৫ ‘আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী হবে না’।
ﻟَﻜُﻢْ ﺩِﻳﻨُﻜُﻢْ ﻭَﻟِﻲَ ﺩِﻳﻦِ 109.6
আরবি উচ্চারণ
১০৯.৬। লাকুম্ দীনুকুম্ অলিয়াদীন্।
বাংলা অনুবাদ
১০৯.৬ ‘তোমাদের জন্য তোমাদের দীন আর আমার জন্য আমার দীন।’
No comments: